হেলমেট হচ্ছে বাইক রাইডিং করার জন্য অবিচ্ছেদ্য একটি পার্টস। হেলমেটের প্রধান অংশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর ভাইজর (সামনের স্বচ্ছ প্লাস্টিক) যা আমাদের সামনের যে কোন জিনিস দেখতে সাহায্য করে পাশাপাশি রাস্তায় থাকা বালু কণা , কাদা, ময়লা পানি ইত্যাদি যে আমাদের চোখে , ত্বকে এসে না লাগে সেজন্য ভাইজার ব্যবহার করা জরুরি। হেলমেটের ভাইজর (সামনের স্বচ্ছ প্লাস্টিক) পরিস্কার রাখার ফলে দাগ পড়া বা ঘষা লাগা থেকে রক্ষা করে। ছোট ছোট কিছু নিয়ম মেনে চললেই হেলমেটের ভাইজরের যত্ন নেয়া যায়। আসুন জেনে নিই কিভাবে হেলমেটের ভাইজরের যত্ন নিবো, পরিস্কার রাখবো।
ভাইজরের যত্নে যা যা করনীয়
- অনেক ভাইজর দুপাশে স্ক্রু দিয়ে লাগানো থাকে। চাইলে সেটি খুলে নিয়ে হালকা গরম পরিস্কার পানি দিয়ে ভিজিয়ে রেখে নরম টিস্যু দিয়ে আলতো ভাবে মুছে ফেলতে পারেন।
- তেল জাতীয় জিনিস বা ময়লার পরিমান বেশি মনে হলে কম ক্ষারযুক্ত শ্যাম্পু যেমন বাচ্চাদের ব্যবহৃত শ্যাম্পু দিয়ে কিছুক্ষন ভিজিয়ে রেখে নরম টিস্যু দিয়ে আলতো ভাবে মুছে ফেলতে পারেন। যে সকল জটিল জায়গাতে টিস্যু দিয়ে মোছা সম্ভব হয় না সেখানে নরম কটন বার ব্যবহার করতে পারেন।
- হেলমেটের ভাইজর মোছার জন্য সীটের নীচে বা টুলব্রক্সে প্যাকেটে করে কিছু নরম টিস্যু রেখে দিতে পারেন।
- ধুলাবালি বা কাদাযুক্ত রাস্তায় রাইড করার পর বাসায় গিয়ে সেগুলো পানি দিয়ে প্রথমে ধুয়ে ফেলবেন এবং সেই ময়লাগুলো পরিস্কার হয়ে গেলে নরম কাপড় দিয়ে ভাইজরটি পরিস্কার করে নিবেন। কোন মতেই ভাইজরে ময়লা রেখে পরিস্কার করা যাবে না।
- সপ্তাহে একবার অন্তন ভাইজর ক্লিনার দিয়ে ভাইজর পরিস্কার রাখার চেষ্টা করবেন।
ভাইজরের যত্নে যা যা বর্জনীয়
ভাইজর যেহেতু একটি হেলমেডের গুরুত্বপূর্ণ অংশ তাই কোন ভাবেই এই ভাইজের ঘষা লাগা বা নষ্ট করা যাবে না । ঘষা লাগা ভাইজর দিয়ে দেখতে যেমন কষ্ট হয় তেমনি রাতে বাইক চালাতে কষ্ট হয় বিশেষকরে সামনে থেকে আসা গাড়ীর আলো ভাইজরের ঘষা জায়গাগুলোতে এমনভাবে ছড়িয়ে যায় যে সামনে কিছু দেখাই যায় না। যা মারত্বক দুর্ঘটনার দিকে আপনাকে ঠেলে দিতে পারে।
তাই আসুন জেনে নিই ভাইজর পরিস্কার করতে আমাদের বর্জনীয় কী কী
- ভাইজরে বিভিন্ন কারনে ঘষা লেগে এটি ক্ষতিগ্রস্থ সুতি বা আরো রুক্ষ কাপড় এবং ময়লা কাপড় ব্যবহার করে ভাইজর মুছবেন না বা পরিস্কার করবেন না।
- কোন ময়লাই ঘষে তুলতে যাবেন না। দাগ পড়ে যাবে।
- লুকিং গ্লাসে হেলমেট রাখবেন না, পড়ে গিয়ে সাধারনত রং নষ্ট করে আর সবচেয়ে বেশি ক্ষতি করে ভাইজরের।
- পেট্রোলিয়াম জাতীয় জিনিস যেমন পেট্রোল, কেরোসিন, মবিল ইত্যাদি ব্যবহার করবেন না,ফার্নিচার/গ্লাস ক্লিনার যেমন মি: ব্রাশো জাতীয় ক্লিনার ব্যবহার করবেন না।
- ভুল করেও বাইক মুছার জন্য যে কাপড় ব্যবহার করেন বিপদে পড়েও সে কাপড় দিয়ে ভাইজর মুছবেন না কারণ সেখানে ছোট ছোট অনেক ধুলি কণা লেগে থাকে।
পরিশেষে আপনি অবশ্যই আপনার হেলমেটের ভাইজর রাইড করার আগে ভালোভাবে দেখে নিবেন কোথাও ধুলাবালি আছে কী না এবং রাইড শেষ করে বাসায় ফেরার পর হাতে সময় থাকলে অবশ্যই ভাইজরটি ভালোভাবে ধুয়ে নিবেন এবং একটু শুকিয়ে গেলে তা নরম কাপড় দিয়ে পরিস্কার করবেন। কারণ এই ভাইজার পরিস্কার না থাকলে আপনি স্বাছন্দ্যে রাইড করতে পারবেন না এবং রাতে হাইওয়েতে বিপরিত দিক থেকে আসা বাস ট্রাক বা অন্যান্য বাহনের হেডলাইটে আপনার সামনে কিছু পরিস্কার কিছু দেখতে পারবেন না।
গুরু গাইডঃ ভাইজরে বেশি দাগ পড়ে গেলে বদলে নেয়াই নিরাপদ।
হেলমেট একজন বাইকারের কাছে খুবই প্রয়োজনীয় একটা গিয়ারস। হ্যাঁ! হেলমেট সর্বাধিক সুরক্ষা প্রদানকারী একটি গিয়ার যা সকল রাইডার তাদের নিজের সুরক্ষার জন্য ব্যাবহার করে থাকে। আমাদের মাথা আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং হেলমেট সেই অঙ্গকেই যে কোন খারাপ ঘটনার হাত থেকে বাঁচায়, তাই নিজেকে বাঁচাতে হেলমেট পরার বিকল্প নেই। আমাদের মধ্যে বেশিরভাগ রাইডারই এখন ...
Bangla
English
বাইকারদের প্রিয় ও বিশ্বস্ত লুব্রিক্যান্টস ব্র্যান্ড Motul এর পথচলা শুরু হয়েছে স্বরূপে বাংলাদেশে সম্পূর্ণ নতুন প্রতিশ্রুতি নিয়ে। বাংলাদেশে মতুল লুব্রিক্যান্টস এর নতুন যাত্রা শুরু হলো অফিসিয়ালি বাই Moto Industries Limited এর সাথে। সুজুকির সকল আউটলেটে মতুল লুব্রিক্যান্টস পাবেন সেই সাথে অন্যান্য লুব্রিক্যান্টস শপেও পাবেন মতুল লুব্রিক্যান্টস।প্রোডাক্ট লাইনআপ১। মোটরসাই...
Bangla
English
বাংলাদেশের হেলমেট প্রেমীদের জন্য সুখবর। এখন বিশ্বখ্যাত শার্ক ব্রান্ডের হেলমেট পাওয়া যাবে বাংলাদেশে। জনপ্রিয় এই হেলমেট প্রস্তুতকারক ব্র্যান্ডটি পৃথিবীর অন্যান্য দেশগুলোতে সুনামের সাথে হেলমেট বিক্রয় করে আসছে এবং তাদের জনপ্রিয়তা ব্যাপক। ভালো কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং বিভিন্ন ধরনের হেলমেট থাকায় এই জনপ্রিয়তা শীর্ষে । এতদিন আমরা দেশে আসছি আমাদের পার্...
Bangla
English
ইঞ্জিন অয়েল কী?
ইঞ্জিন অয়েল ধরন সম্পর্কে জানার আগে প্রথমেই জানতে হবে ইঞ্জিন অয়েল কী? ইঞ্জিন অয়েল হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন কে পিচ্ছিল রাখা যাতে সহজে ইঞ্জিনের পার্টস মুভমেন্ট হয়, ইঞ্জিন কে ঠান্ডা রাখা, ইঞ্জিন চলার ফলে যে সব ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা হয় তা পরিস্কার করে ইঞ্জিন কে সঠিকভাবে চলতে দেয়া যাতে সঠিক আউটপুট পাওয়া যায়। যদিও আমাদের দেশে ইনজিন অয়েল মবিল নামেই ব...
Bangla
English
হেলমেট একজন বাইকারের কাছে ততটাই প্রয়োজনীয় ঠিক যতটা হচ্ছে বাইকের ফুয়েল। হ্যাঁ! হেলমেট সর্বাধিক সুরক্ষা প্রদানকারী একটি গিয়ার যা সকল রাইডার তাদের নিজের সুরক্ষার জন্য ব্যাবহার করে থাকে। আমাদের মাথা আমাদের দেহের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ এবং হেলমেট সেই অঙ্গকেই যে কোন খারাপ ঘটনার হাত থেকে বাঁচায়, তাই নিজেকে বাঁচাতে হেলমেট পরার বিকল্প নেই। আমাদের মধ্যে বে...
Bangla
English